ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর

বঙ্গবন্ধুর গড়া সম্পর্ক বজায় রেখেছেন তার কন্যা: শ্রিংলা

অাকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয় সৈন্যরা একসঙ্গে যুদ্ধ করে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলেন। আর ওই সময়টাই ছিলো ভারতীয়দের জন্য মহান গর্বের মুহূর্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বীজ বপন করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সে সম্পর্ক বজায় রেখেছেন।

শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবা ডিগ্রি কলেজের নবনির্মিত মহাত্মা গান্ধী ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রিংলা বলেন, ভারত-বাংলাদেশের এ বন্ধুত্বের সম্পর্ক চিরদিন অটুটু থাকবে।

কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান।

অনুষ্ঠানে চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভারত সরকারের অনুদানের ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে মহাত্মা গান্ধী একাডেমিক ভবনটি নির্মিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

বঙ্গবন্ধুর গড়া সম্পর্ক বজায় রেখেছেন তার কন্যা: শ্রিংলা

আপডেট সময় ০৭:৩১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয় সৈন্যরা একসঙ্গে যুদ্ধ করে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলেন। আর ওই সময়টাই ছিলো ভারতীয়দের জন্য মহান গর্বের মুহূর্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বীজ বপন করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সে সম্পর্ক বজায় রেখেছেন।

শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবা ডিগ্রি কলেজের নবনির্মিত মহাত্মা গান্ধী ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রিংলা বলেন, ভারত-বাংলাদেশের এ বন্ধুত্বের সম্পর্ক চিরদিন অটুটু থাকবে।

কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান।

অনুষ্ঠানে চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভারত সরকারের অনুদানের ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে মহাত্মা গান্ধী একাডেমিক ভবনটি নির্মিত হয়েছে।