অাকাশ জাতীয় ডেস্ক:
ঝিনাইদহে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডিতরা হলেন ঝিনাইদহের গোলাম মোস্তফা ও যশোরের হারুন অর রশিদ।
আদালত সূত্র জানায়,২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঝিনাইদহ জেলা শহরের বিসিক শিল্প এলাকা থেকে ৫০০ বোতল ফেনসিডিলসহ ট্রাকচালক হারুন অর রশিদকে আটক করে র্যাব। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























