অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হয়েছিল দুই ছাত্র। ভারতের দিনাজপুরের ওই ঘটনায় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সব দায় চাপিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর ওপর।
এতে ক্ষুব্ধ হয়ে পার্থ চট্টোপাধ্যায়ে বিরুদ্ধে মানহানি মামলা করেছে আরএসএস। কলকাতা হাইকোর্টে সংঘচালক অজয় কুমার নন্দী এ মামলা করেছেন।
পার্থ চট্টোপাধ্যায় জানান, ওই দুই ছাত্রকে আরএসএসই গুলি করে হত্যা করেছে। এই ঘটনার পর সারা বিশ্বে সংঘ সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে সেই মামলাই ফাইল হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























