অাকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলের ঘাটাইলে একটি ধানক্ষেত থেকে আলম(৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার নিয়ামুতপুর এলাকার ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আলম উপজেলার ২নং ঘাটাইল ইউনিয়নের নিয়ামুতপুর এলাকার আজগর আলির ছেলে।
পুলিশ জানায়, উপজেলার নিয়ামুতপুর এলাকায় একটি ধানেরক্ষেতে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করা হয়।
ঘাটাইল থানার ওসি মো.মাকছুদুল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























