অাকাশ জাতীয় ডেস্ক:
কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়া বাজারের বলহরা গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে হাতের চারটি আঙুল হারিয়েছে আড়াই বছরের শিশু আয়াজ। মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ১১টায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রবল বৃষ্টির কারণে বলহরা নিবাসী প্রবাসী নুরুল হক মজুমদারের বাড়ির ছাদের পানি পরিস্কার করতে গেলে তার ভাই আমির হোসেনের উঠানে পানি পড়ে এবং এ নিয়ে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে আমির হোসেন মজুমদারের মাদকাসক্ত ছেলে আশিকুর রহমান শুভ (২২) ধারালো অস্ত্র দিয়ে আনিস চৌধুরীর আড়াই বছরের শিশু আয়াজের হাতের চারটি আঙুল ফেলে দেয় ও শরীরের বিভিন্ন অংশে জখম করে। আহত আয়াজ ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন আছে, তার অবস্থা আশংকাজনক।
সন্ত্রাসী শুভ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার আপন ছোট ভাইয়ের হত্যাসহ কয়েকটি মামলার সঙ্গে জড়িত। এই নিয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে। পরিবারের সদস্যরা আসামীর উপযুক্ত শাস্তি প্রত্যাশা করছে।
আকাশ নিউজ ডেস্ক 





















