আকাশ স্পোর্টস ডেস্ক:
অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশের যুবারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানকে ১৮৭ রানে বেধে দিল রিশাদ-শরিফুলরা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৮৮ রান।
এদিন টসে হেরে ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে ১৮৭ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৬৭ রান করেন ওয়ার্কার আহমেদ। ৫৮ বলে ১০ চার আর একটি ছক্কা হাঁকান এই পাকিস্তানি ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করেন সিয়াম।
এদিকে বাংলাদেশের পক্ষে ৫৮রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। এছাড়া ২০ রান দিয়ে শরিফুল ২টি উইকেট নেন।
আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হারে বাংলাদেশ। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৯ উইকেটে হারায় পাকিস্তান। যার কারণে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই লাল-সবুজদের।
আকাশ নিউজ ডেস্ক 























