অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর বনানীর বিটিসিএল কলোনি সংলগ্ন কড়াইল বস্তির জামাইবাজার নামক স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে আগুনের সুত্রপাত।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে বলে জানান ডিউটি অফিসার আতাউর রহমান।
কড়াইল জামিয়া মাদ্রাসা হতে পানির সংযোগ নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল বাহিনী।
বস্তিবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামাইবাজারের একটি লেপ তোষকের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
ইতিমধ্যে বস্তির কয়েকটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান এলাকাবাসী।
সবশেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।
আকাশ নিউজ ডেস্ক 

























