আকাশ জাতীয় ডেস্ক :
রাজধানীর বাড্ডার লিংক রোডে দুই বাসের মাঝে চাপা পড়ে আবুল কাশেম আজাদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তখনই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মী ছিলেন।
বাড্ডা থানার ওসি কাজী নাসিরুল আমিন বলেন, এমন একটি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মৃতের সহকর্মী ইফতেখার হোসেন জানান, আবুল কাশেম আজাদের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামে। তিনি ইউসিবি ব্যাংকের খিলক্ষেত শাখায় সাপোর্টিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। আজ সন্ধ্যায় অফিস শেষে তিনি বাড্ডার লিংক রোড দিয়ে বাসায় ফিরছিলেন। রাস্তা পারাপারের সময় রাইদা ও ভিক্টর পরিবহনের দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতের বাবার নাম আবুল কালাম আজাদ।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিষয়টি বাড্ডা থানার পুলিশকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























