আকাশ স্পোর্টস ডেস্ক:
রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০৫ ম্যাচ খেলে ফেলেছেন তিনি।
রোববার পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমে ভারতের জার্সি গায়ে শচীন টেন্ডুলকারের পর নাম লেখালেন ধোনি।
ভারতের হয়ে সবোর্চ্চ ম্যাচ খেলার রেকর্ডটি রয়েছে শচীন টেন্ডুলকারের। লিটল মাস্টারের নামের পাশে রয়েছে ৬৬৪টি ম্যাচ।
এর পরই দ্বিতীয় সর্বোচ্চতে অবস্থান ছিল দ্য পিলারখ্যাত রাহুল দ্রাবিড়। টেস্ট, ওডিআই ও টি- টোয়েন্টি- এই তিন ফরম্যাট মিলিয়ে ৫০৪ ম্যাচ খেলেছিলেন দ্রাবিড়।
সেই হিসাবে ৫০৫ ম্যাচ খেলে এমএসডি এখন ২ নম্বরে।
এ ৫০৫ ম্যাচের মধ্যে ৯০ টেস্ট, ৩২২ ওডিআই এবং ৯৩টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে ধোনির।
এই দীর্ঘ ক্যারিয়ারে মহেন্দ্র সিং ধোনির ঝুলিতে এসেছে ১৬ হাজার ২৬৮ রান, যেখানে জ্বলজ্বল করছে ১৫টি শতক ও ১০২টি অর্ধশতক।
আকাশ নিউজ ডেস্ক 

























