অাকাশ স্পোর্টস ডেস্ক:
শহীদ আফ্রিদি ভারতবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন। তারই জেরে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হল পাকিস্তানের এই ক্রিকেট তারকাকে। টুইটারে আফ্রিদি লিখেছিলেন, ‘ভারতবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।
প্রতিবেশীদের মধ্যে সৌহার্দ্য বজায় থাকুক। শান্তিস্থাপনের লক্ষ্যে, চলুন একসঙ্গে কাজ করি। সহিষ্ণুতা এবং ভালোবাসা স্থাপনের জন্য একসঙ্গে এগনো যাক। সব হিংসা ও অশান্তিকে হারিয়ে জয়ী হোক ভালোবাসা। ’
সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দেওয়ার পরেই প্রবল সমালোচনার মুখে পড়তে হল কিংবদন্তি এই ক্রিকেটারকে। কেন চিরশত্রু ভারতকে শুভেচ্ছা জানালেন তিনি, এই ‘অভিযোগ’ তুলে তাঁকে গালিগালাজ করা শুরু হয়।
১৪ আগস্ট ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস। সেদিন কোনো ভারতীয় ক্রিকেটার পাক জনতাকে শুভেচ্ছা জানাননি, তাহলে কেন আফ্রিদি একজন পাকিস্তানি হয়েও ভারতীয়দের শুভেচ্ছা জানাতে গেলেন- ওঠে এই প্রশ্নও।
যদি সেসব সমালোচনার এখনো পর্যন্ত কোনো জবাব দেননি পাকিস্তানের এই তারকা। সূত্র: ইন্টারনেট
আকাশ নিউজ ডেস্ক 

























