অাকাশ জাতীয় ডেস্ক:
নীলফামারীর ডোমার উপজেলায় নিজ ঘর থেকে নিহত আবু সাঈদ স্বাধীন (২৩) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ডোমার শাখার ওপর তলায় আশকার ভিলার ম্যাচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আবু সাঈদ স্বাধীন রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়ের লালবাগ এলাকার মৃত বাবু ইসলামের ছেলে।
এলাকাবাসী ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লি. (নেসকো) নিবার্হী প্রকৌশলী অফিস সুত্রে জানা গেছে, নিহত আবু সাঈদ স্বাধীন ৫-৬ মাস যাবৎ এখানে নিবার্হী প্রকৌশলীর ডোমার কার্যালয়ে ড্রাইভারের কাজ করে আসছিলেন। তিনি ওই ম্যাচে ভাড়া থাকতেন।
মঙ্গলবার সকালে অফিসে না যাওয়ায় ও মোবাইল বন্ধ থাকায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুলিশকে সংবাদ দেয় নেসকো অফিস। বাহির থেকে তালাবদ্ধ তার নিজ শয়ন কক্ষ থেকে গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
ডোমার থানার ডিউটি অফিসার অনন্ত রায় জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডোমার পৌরসভার ডাংগাপাড়ার রফিকুল ইসলামের ছেলে অপর্ন (১৮), ছোট রাউতার মোস্তাফিজুর রহমানের ছেলে মুন্না (১৮), লুৎফর রহমানের ছেলে সাকিল (১৮), নীলফামারী সদর উপজেলার রামগোবিন্দ সিগারেট কোম্পানী এলাকার তরুন রায়ের ছেলে গৌতম রায় (২০) কে আটক করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























