অাকাশ নিউজ ডেস্ক:
ব্যাচেলর থাকতে চান অনেক ছেলেই। এই তো বেশ আছি! এই এক কথা হচ্ছে ব্যাচেলরদের। বিয়েকে ঝামেলা মনে করে অনেকেই ব্যাচেলর জীবনটাকেই উপভোগ করতে চান। কিন্তু বিয়ে করার সামর্থ্য থাকলেও বিয়ে করতে না চাওয়ার কারণ কী? ব্যাচেলরদের কাছে নানা যুক্তি-অজুহাত শুনবেন। কিন্তু সত্যিকার কারণটি কি জানা আছে? গোপনে তথ্য শেয়ার করার অ্যাপ্লিকেশন হুইসপারে অনেকে বিষয়টি শেয়ার করেছেন। জেনে নিন বিয়ে না করার কয়েকটি কারণ:
বিয়ে ঝামেলার: বিয়ে করার বিষয়টিকে অনেকেই ঝামেলার বলে মনে করেন। বোঝা বলে মনে হয় বিয়ের দিনের বিভিন্ন আনুষ্ঠানিকতা। বিয়ের দিনটিতে বরের করার কিছু থাকে না। যা আনুষ্ঠানিকতা, সব কনেপক্ষের। সাজগোজ থেকে শুরু করে সবকিছু তো কনেপক্ষের। তাই কনেপক্ষের অনুষ্ঠানে নিজেকে বোকা সেজে বসে থাকাকে অনেকেই মেনে নিতে পারেন না। তাই বিয়েতে ‘না’ করে দেন অনেকেই।
আকাশ নিউজ ডেস্ক 

























