অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা গেছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদীম কাদির বলেছেন, ‘আনিস (আনিসুল হক) ভাইয়ের অবস্থা খুবই সঙ্কটাপন্ন। কখন কি হয় বলা যাচ্ছে না। সবটাই উনার (আল্লাহর) উপর।’
তিনি জানান, আনিসুল হক মস্তিষ্ক রোগ সেরিবেল ভ্যাসকিউলিটিস আক্রান্ত হয়েছেন। তার মস্তিষ্কে যে পরিমাণ রক্ত যাওয়ার কথা তা যাচ্ছে না। মানসিক চাপ থেকে এমন হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 























