অাকাশ জাতীয় ডেস্ক:
ফরিদপুর জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক বিক্রেতা, মাদকসেবীসহ বিভিন্ন মামলার ৫১ জন আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি ও থানা পুলিশ। এসময় ১১০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে। শনিবার ও রবিবার এ অভিযান চালানো হয়।
জেলার ৯টি উপজেলার অভিযানে আটককৃতদের মধ্যে মাদক মামলায় তিনজন, মাদক সেবনকারী পাঁচজন, নিয়মিত মামলায় ও গ্রেপ্তারি পরোয়ানাজারীকৃত ৪৩ জন রয়েছেন। বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রুজু হয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৯টি উপজেলায় বিভিন্ন মামলার আসামিসহ ৫১জনকে গ্রেপ্তার করেছে থানা ও ডিবি পুলিশ। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















