আকাশ স্পোর্টস ডেস্ক:
আর মাত্র একটি ম্যাচ! সেই ম্যাচের ফলাফলই নির্ধারণ করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের শেষ চারে উঠার লড়ায়ে আজ সন্ধ্যায় সেমিফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা সাতটায়।
আজ জিতলে অথবা ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে প্রথমবারের মত সেমিফাইনালে উঠবে লাল-সবুজের দেশ। অবশ্য হারলেও উঠার সম্ভবনা রয়েছে। সেক্ষেত্রে পাকিস্তান-ভুটানের ম্যাচের দিকেও নজর দিতে হবে।
সেমিফাইনালে জায়গা করে নিতে বাংলাদেশের ন্যুনতম ১ পয়েন্ট দরকার, আর নেপালের দরকার পূর্ণ ৩ পয়েন্ট। সেক্ষেত্রে নেপালের বিপক্ষে আজ ড্র করলেই চলছে বাংলাদেশের। পাকিস্তান যদি হারিয়ে দেয় ভুটানকে আর বাংলাদেশ হেরে যায় নেপালের কাছে তাহলে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের পয়েন্ট হয়ে যাবে সমান ৬। বেশ জটিল সমীকরণেই তখন পড়তে হবে তিন দলকে।
নেপালের বিপক্ষে এর আগে ২১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২১ বারের দেখায় ১২ বারেই জয়ে পেয়েছে লাল-সবুজরা। আর ছয়টিতে জয় পেয়েছে নেপাল। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। সবকিছু মিলিয়ে আজ দীর্ঘ নয় বছর পরে সাফের সেমির উৎসব দেখার জন্যই অপেক্ষা করবে ফুটবল প্রিয় বাংলাদেশ।
আকাশ নিউজ ডেস্ক 























