অাকাশ জাতীয় ডেস্ক:
সৌদি আরবে হজ পালন করতে এসে মক্কা আল-মুকাররমায় আরও এক বাংলাদেশি মারা গেছেন। এ পর্যন্ত সৌদি আরবে সর্বমোট ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। এর মধ্যে ১৩ জন পুরুষ ও মহিলা একজন।
নিহত ব্যক্তি হলেন নীলফামারী জেলার সৈয়দপুরের মো.শফিকুল ইসলাম (৫৮)।
মক্কায় হাজীদের সেবায় কর্মরত কাউন্সিলর মাকসুদুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় সোমবার বিকেলে মো.শফিকুল ইসলাম মক্কা আল-মুকাররমায় হার্ট অ্যাটাকে মারা যান। তার পাসপোর্ট নম্বর- বিএম ০৩৮৯০০৪। পিআইডি নম্বর- ০৯৫১০৫৮।
সর্বশেষ স্থানীয় সময় সোমবার রাত ১২টা পর্যন্ত জেদ্দায় হজ মিশনের তথ্য মতে, আগত সর্বমোট হজযাত্রী ৬৪ হাজার ১৫৮ জন।
আকাশ নিউজ ডেস্ক 

























