অাকাশ জাতীয় ডেস্ক:
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে অনেক রাঘব-বোয়ালরা জড়িত ছিল। তদন্তে দুর্বলতার কারণে তাদের বিচার করা যায়নি। তবে এর পিছনে যে গভীর ষড়যন্ত্র ছিল সেটা আমরা রায়ে উল্লেখ করেছি।
জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সুপ্রিমকোর্ট আয়োজনে মঙ্গলবার সকালে সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সহযোগিতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন বিভাগ।
এ সময় সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি বলেন, এ উপমহাদেশে দুজন জাতির পিতাকে হত্যা করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















