অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সম্প্রতি মোক্ষলাভের উদ্দেশ্যে ভারতে একই পরিবারে ১১ জন সদস্য আত্মহত্যা করেছেন। বিষয়টি বেশ অস্বাভাবিক হলেও নজিরবিহীন নয়৷ ইতিহাসে এর চেয়ে বহুগুণ রোমহর্ষক ঘটনার নজির রয়েছে।
১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের এক ধর্মগুরু জিম জোনস এর প্রতি শ্রদ্ধা জানাতে কয়েকশ মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।
দক্ষিণ আমেরিকা ও ভেনিজুয়েলার উত্তরীয় উপকূলবর্তী অঞ্চলের মাঝে একটি ছোট রাজ্য গায়ানা৷ সেখানে ‘পিপলস্ টেম্পল’ এর প্রতিষ্ঠাতা জোনস৷
১৯৭৮ সালে এই ধর্মগুরু নিজের অনুগামীদের বিষাক্ত পানীয় পান করতে বলেছিলেন। আর তা পান করেই মারা গিয়েছিলেন প্রায় ৯০০ মানুষ।
যুক্তরাষ্ট্রে তদন্তকারী সংস্থা এফবিআই জানিয়েছিল, মাত্র কয়েকজন শিষ্যই পুরো বিষয়টিতে আপত্তি জানিয়েছিল৷ বাকি সবাই ওই বিষপান করেছিল।
এফবিআই জানায়, মৃতদের মধ্যে পাঁচটির বেশি শিশু ছিল৷ ৯০০ জনের আত্মহত্যার পর মাথায় গুলি লেগে মারা যান জিম জোনস নিজে।
আকাশ নিউজ ডেস্ক 

























