অাকাশ জাতীয় ডেস্ক:
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সোমবার বঙ্গভবনে প্রধান বিচারপতি এস.কে সিনহা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৈঠক করেছেন। তাদের মধ্যে ষোড়শ সংশোধনী বাতিল রায়ের বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার দুপুরে বঙ্গভবনে যান ওবায়দুল কাদের। সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী নিয়ে দলের অবস্থান মহামান্য রাষ্ট্রপতিকে জানাতে এসেছিলাম। এ ব্যাপারে রাষ্ট্রপতির সঙ্গে কথা হয়েছে। এখানে যে প্রধান বিচারপতি এসেছেন, তা আমি আগে থেকে জানতাম না। তবে তার সঙ্গে আমার কথা হয়নি।’
উল্লেখ্য,এর আগে শনিবার (১২ আগস্ট) রাতে প্রধান বিচারপতি এস. কে সিনহার বাসায় নৈশভোজে অংশ নেন সেতুমন্ত্রী। সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে চলমান বিতর্কের ব্যাপারে দলের অবস্থান জানাতে প্রধান বিচারপতির কাছে গিয়েছিলেন বলে গণমাধ্যমকে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 





















