আকাশ স্পোর্টস ডেস্ক:
সুতোর ওপর ঝুলছিল আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ড ভাগ্য। একটু পা হড়কালেই সব শেষ। শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। বাঁচামরার ম্যাচে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে পরের পর্বে উঠে গেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে স্নায়ুক্ষয়ী এ ম্যাচে জয়টা এমনি এমনি আসেনি। নেপথ্যে ছিল জাদুকরী ছোঁয়া। প্রথমে গোল করে দলকে লিড এনে দেন লিওনেল মেসি। পরে দেবদূত হয়ে দারুণ এক ভলিতে গোল করে জয় নিশ্চিত করেন মার্কস রোহো।
এবার ডু অর ডাই ম্যাচে বহুল প্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত জয় নিয়ে মুখ খুললেন মেসি। জানালেন, ইশ্বরের সহায়তা ও তাবিজের কারণে নাইজেরিয়ানদের হারানো সম্ভব হয়েছে।
তিনি বলেন, এ ম্যাচের আগে একটি তাবিজ পাঠায় আমার মা। সেই তাবিজ পরে খেলি আমি। এ কারণে গোল পেয়েছি। দলও জিতেছে।
ম্যাচ চলাকালীন মেসির বাঁ পায়ে সুতোয় বাঁধা একটি বস্তুও দেখা গেছে। তাহলে কী সেটি তাবিজই ছিল? সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
যদি হয়েই থাকে, তাহলে নিশ্চয়ই বিশ্বের কোটি কোটি আর্জেন্টাইন সমর্থক চাইবেন-যেন পরের ম্যাচেও তা পরে খেলেন ফুটবলের বরপুত্র। কারণ, স্বপ্ন পূরণে তার সেরাটা যে খুবই দরকার।
আগামীকাল নকআউট পর্বে তারণ্যনির্ভর ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই এ মহারণে যে জিতবে কোয়ার্টারে উঠে যাবে। হেরে গেলে বাড়ি ফিরবে।
আকাশ নিউজ ডেস্ক 

























