অাকাশ জাতীয় ডেস্ক:
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির আরিফুল হক চৌধুরী ও আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় সদস্য সদ্য পদত্যাগী মেয়র আরিফুল হক চৌধুরী বিকাল সাড়ে ৩টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসার মো আলীমুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে দুপুরে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















