অাকাশ জাতীয় ডেস্ক:
কুমিল্লার বুড়িচং উপজেলায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে আটক যুবকের পেট থেকে বিশেষ কায়দায় ১১০০ পিস ইয়াবা বের করেছে পুলিশ।
সোমবার রাত ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির সামনে চেকপোস্ট বসিয়ে চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী নিকলি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে এক যুবককে আটক করে পুলিশ।
আটককৃত ওই যুবকের নাম হাইকুল ইসলাম। সে কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার কুর্ষা গ্রামের সুরুজ আলীর ছেলে।
বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানায়, মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করার সময় চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জগামী নিকলি পরিবহনের যাত্রীকে হাইকুলকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায় চট্টগ্রাম থেকে তার পেটে ১১০০ পিস ইয়াবা পেটে বহন করে কিশোরগঞ্জ যাচ্ছিল।
পরে পুলিশ তাকে ফাঁড়িতে নিয়ে যায়। সেখানে বিশেষ কায়দায় হাইকুল ইসলামের পেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১১০০ পিস ইয়াবা বের করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 






















