অাকাশ জাতীয় ডেস্ক:
বড়াইগ্রামের দাঁইড়পাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে খোদাবক্স মৃধা (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত খোদাবক্স মৃধা ওই গ্রামের মৃত গেদা মৃধার ছেলে।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে খোদা বক্স মৃধা প্রতিবেশী রজব আলীর বাড়িতে ঘরের বেড়া দেয়ার কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড গরমে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বনপাড়ার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 






















