ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

ফেইলিওর ইজ দ্য পিলার অব সাকসেস: হাসান সরকার

অাকাশ জাতীয় ডেস্ক:

পরাজয়ই জয়ের ভিত গড়ে দেয়, ভোটের সকালে বললেন গাজীপুরে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। বললেন, ভোটের ফল গাজীপুরবাসী মেনে নিলে তিনিও মেনে নেবেন।

সকাল আটটা থেকে গাজীপুরের ৪২৫টি কেন্দ্রে শুরু হয় ভোট। হাসান সরকার সকাল সাড়ে আটটার দিকে টঙ্গীর বছিরউদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে ভোট দেন হাসান। এরপর তিনি কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে।

ভোটে শেষ পর্যন্ত থাকবেন কি না আর পরাজয় হলে মেনে নেবেন কি না, এমন প্রশ্নের মুখোমুখি হন বিএনপির প্রার্থী। এ সময় তিনি শৈশবে স্কুলে পড়ানো বহুল প্রচলিত ইংরেজি প্রবাদবাক্য তুলে ধরেন।

হাসান বলেন, তিনি অবশ্যই শেষ পর্যন্ত লড়াই করবেন। বলেন, ‘ফেইলিওর ইজ দ্য পিলার অব সাকসেস’ (পরাজয়ই জয়ের ভিত গড়ে দেয়)।

অবশ্য হাসান হারবেন, এমন কথা বলেননি। তিনি আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, ভোট সুষ্ঠু হলে বিপুল ব্যবধানে জয় আসবে তার।

হাসান সরকার যৌবনে রাজনৈতিক জীবনে ছিলেন জাতীয় পার্টির দাপুটে নেতা। টঙ্গীতে শ্রমিক নেতা হিসেবে তার পরিচিতি ছিল। তিনি ওই আমলে লাঙ্গল প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে টঙ্গী পৌরসভার চেয়ারম্যান হন তিনি।

তবে ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর হাসান পক্ষ বদল করেন। ১৯৯১ সালের নির্বাচনের পর আসেন বিএনপিতে। কিন্তু এখানে এসে কোনো নির্বাচনে তার ভাগ্যের শিকে ছেড়েনি।

দুটি সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করে টঙ্গী আসন থেকে বড় ব্যবধানে হারেন নৌকা প্রতীকের প্রার্থীর কাছে।

২০১৩ সালে গাজীপুরে মেয়র নির্বাচনে আওয়ামী লীগের আজমত উল্ল্যা খানকে হারিয়ে চমক দেখান বিএনপির এম এ মান্নান। তবে তাকে মনোনয়ন না দিয়ে এবার বিএনপি ভরসা রেখেছে হাসান উদ্দিন সরকারের ওপর।

সংসদ নির্বাচনের মতোই যদি এবারের ভোটেও হারেন তাহলে ফলাফল মানবেন কি না-এমন প্রশ্নও ছিল হাসানের কাছে। বলেন, ‘জনগণ যদি ফলাফল মেনে নেয় তবে আমি মেনে নেব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

ফেইলিওর ইজ দ্য পিলার অব সাকসেস: হাসান সরকার

আপডেট সময় ১১:২৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

পরাজয়ই জয়ের ভিত গড়ে দেয়, ভোটের সকালে বললেন গাজীপুরে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। বললেন, ভোটের ফল গাজীপুরবাসী মেনে নিলে তিনিও মেনে নেবেন।

সকাল আটটা থেকে গাজীপুরের ৪২৫টি কেন্দ্রে শুরু হয় ভোট। হাসান সরকার সকাল সাড়ে আটটার দিকে টঙ্গীর বছিরউদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে ভোট দেন হাসান। এরপর তিনি কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে।

ভোটে শেষ পর্যন্ত থাকবেন কি না আর পরাজয় হলে মেনে নেবেন কি না, এমন প্রশ্নের মুখোমুখি হন বিএনপির প্রার্থী। এ সময় তিনি শৈশবে স্কুলে পড়ানো বহুল প্রচলিত ইংরেজি প্রবাদবাক্য তুলে ধরেন।

হাসান বলেন, তিনি অবশ্যই শেষ পর্যন্ত লড়াই করবেন। বলেন, ‘ফেইলিওর ইজ দ্য পিলার অব সাকসেস’ (পরাজয়ই জয়ের ভিত গড়ে দেয়)।

অবশ্য হাসান হারবেন, এমন কথা বলেননি। তিনি আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, ভোট সুষ্ঠু হলে বিপুল ব্যবধানে জয় আসবে তার।

হাসান সরকার যৌবনে রাজনৈতিক জীবনে ছিলেন জাতীয় পার্টির দাপুটে নেতা। টঙ্গীতে শ্রমিক নেতা হিসেবে তার পরিচিতি ছিল। তিনি ওই আমলে লাঙ্গল প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে টঙ্গী পৌরসভার চেয়ারম্যান হন তিনি।

তবে ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর হাসান পক্ষ বদল করেন। ১৯৯১ সালের নির্বাচনের পর আসেন বিএনপিতে। কিন্তু এখানে এসে কোনো নির্বাচনে তার ভাগ্যের শিকে ছেড়েনি।

দুটি সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করে টঙ্গী আসন থেকে বড় ব্যবধানে হারেন নৌকা প্রতীকের প্রার্থীর কাছে।

২০১৩ সালে গাজীপুরে মেয়র নির্বাচনে আওয়ামী লীগের আজমত উল্ল্যা খানকে হারিয়ে চমক দেখান বিএনপির এম এ মান্নান। তবে তাকে মনোনয়ন না দিয়ে এবার বিএনপি ভরসা রেখেছে হাসান উদ্দিন সরকারের ওপর।

সংসদ নির্বাচনের মতোই যদি এবারের ভোটেও হারেন তাহলে ফলাফল মানবেন কি না-এমন প্রশ্নও ছিল হাসানের কাছে। বলেন, ‘জনগণ যদি ফলাফল মেনে নেয় তবে আমি মেনে নেব।’