অাকাশ জাতীয় ডেস্ক:
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দূর্গাপুর গ্রামে একটি নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ একটি বাড়িতে স্থাপিত ওই কারখানায় অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভেজাল হোমিও ওষুধ এবং ওষুধ তৈরির সামগ্রীসহ দু্জনকে আটক করে।
আটক দুইজন হলেন, বাড়ির মালিক শেফালী বেগম ও তার ছেলে মেহেদী হাসান। তবে ওই নকল ওষুধ তৈরির মূল হোতা শেফালীর স্বামী মশিউর রহমান পালিয়ে গেছেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খাঁন মো. শাহরিয়ার দৈনিক আকাশকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশ ও ড্রাগ লাইসেন্সবিহীন এই কারখানায় আটককৃতরা বিভিন্ন কোম্পানির ওষুধ নকল করে দীর্ঘদিন থেকে বাজারজাত করে আসছিল। অভিযানের সময় ওষুধ তৈরির মূল কারিগর পালিয়ে গেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























