ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

মিসরের ফুটবল তারকা সালাহকে নাগরিকত্ব দিল চেচনিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইউরোপ মাতানো মিসরীয় ফুটবল তারকা মোহাম্মাদ সালাহকে নাগরিকত্ব দিয়েছে চেচনিয়া প্রজাতন্ত্র। শনিবার রাতে বিদায়ী ভোজের আয়োজন করে তার হাতে সম্মানসূচক নাগরিকত্বের সনদ তুলে দেন এই রুশ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রমজান কাদিরভ। এ সময় মোহাম্মাদ সালাহকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে অভিহিত করেন তিনি।

চলমান বিশ্বকাপ ফুটবলের অনুশীলনের কেন্দ্র হিসেবে চেচনিয়ার গ্রজনিতে অবস্থান করছিল মিসরের জাতীয় ফুটবল দল। মিসরের ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, গ্রজনিতে কাদিরভের প্রেসিডেনশিয়াল প্যালেসে এই ভোজের আয়োজন করা হয়।

গত ১০ জুন প্রথমবারের মতো মিসরের অনুশীলন দেখতে গ্রজনির স্টেডিয়ামে যান কাদিরভ। সেখানে সালাহকে না পেয়ে প্রায় আধঘণ্টা অনুশীলন দেখে মিসর দলের সঙ্গে তাদের হোটেলে যান তিনি। এরপর সেখানে দেখা হয় সালাহর সঙ্গে। কাদিরভ সালাহর সঙ্গে তার ইনজুরি নিয়ে কথা বলেন।

এরপর আরও দুবার মিসরের অনুশীলন দেখতে স্টেডিয়ামে গেছেন চেচনিয়ার এই নেতা। মিসর জাতীয় ফুটবল দল দুটি ম্যাচে হেরে যাওয়ায় সালাহর পরবর্তী রাউন্ডে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে। আগামী ২৫ জুন নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে সালাহর মিসর।

বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপ মাতানো মোহাম্মদ সালাহ বিশ্বকাপের মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচে নামার পরও তার দল জিততে পারেনি।

২৫ বছর বয়সী এই ফুটবলার গত জুন মাসে ব্রিটিশ ক্লাবে লিভারপুলের সঙ্গে ৩৪ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে আবদ্ধ হয়েছেন। যোগ দিয়েই তিনি লিভারপুলসহ সবাইকে মাত করে দিয়েছেন। প্রিমিয়ার লিগে শীর্ষ গোলদাতা তিনি। করেছেন ৩২টি গোল। আর লিভারপুল পয়েন্ট তালিকায় উঠে এসেছে চার নম্বরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

মিসরের ফুটবল তারকা সালাহকে নাগরিকত্ব দিল চেচনিয়া

আপডেট সময় ০৯:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইউরোপ মাতানো মিসরীয় ফুটবল তারকা মোহাম্মাদ সালাহকে নাগরিকত্ব দিয়েছে চেচনিয়া প্রজাতন্ত্র। শনিবার রাতে বিদায়ী ভোজের আয়োজন করে তার হাতে সম্মানসূচক নাগরিকত্বের সনদ তুলে দেন এই রুশ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রমজান কাদিরভ। এ সময় মোহাম্মাদ সালাহকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে অভিহিত করেন তিনি।

চলমান বিশ্বকাপ ফুটবলের অনুশীলনের কেন্দ্র হিসেবে চেচনিয়ার গ্রজনিতে অবস্থান করছিল মিসরের জাতীয় ফুটবল দল। মিসরের ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, গ্রজনিতে কাদিরভের প্রেসিডেনশিয়াল প্যালেসে এই ভোজের আয়োজন করা হয়।

গত ১০ জুন প্রথমবারের মতো মিসরের অনুশীলন দেখতে গ্রজনির স্টেডিয়ামে যান কাদিরভ। সেখানে সালাহকে না পেয়ে প্রায় আধঘণ্টা অনুশীলন দেখে মিসর দলের সঙ্গে তাদের হোটেলে যান তিনি। এরপর সেখানে দেখা হয় সালাহর সঙ্গে। কাদিরভ সালাহর সঙ্গে তার ইনজুরি নিয়ে কথা বলেন।

এরপর আরও দুবার মিসরের অনুশীলন দেখতে স্টেডিয়ামে গেছেন চেচনিয়ার এই নেতা। মিসর জাতীয় ফুটবল দল দুটি ম্যাচে হেরে যাওয়ায় সালাহর পরবর্তী রাউন্ডে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে। আগামী ২৫ জুন নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে সালাহর মিসর।

বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপ মাতানো মোহাম্মদ সালাহ বিশ্বকাপের মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচে নামার পরও তার দল জিততে পারেনি।

২৫ বছর বয়সী এই ফুটবলার গত জুন মাসে ব্রিটিশ ক্লাবে লিভারপুলের সঙ্গে ৩৪ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে আবদ্ধ হয়েছেন। যোগ দিয়েই তিনি লিভারপুলসহ সবাইকে মাত করে দিয়েছেন। প্রিমিয়ার লিগে শীর্ষ গোলদাতা তিনি। করেছেন ৩২টি গোল। আর লিভারপুল পয়েন্ট তালিকায় উঠে এসেছে চার নম্বরে।