অাকাশ জাতীয় ডেস্ক:
নোয়াখালীর চাটখিল উপজেলায় ঈদের বাজার করে দেয়ার কথা বলে বাবার বাড়ি থেকে স্ত্রী প্রিয়া আক্তারকে (২৫) ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেছে স্বামী আল আমিন। ঈদের পরের দিন রোববার উপজেলার সিংবাহুড়া গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আল আমিন পলাতক রয়েছে।
স্থানীয় জানায়, ঈদের পরের দিন রোববার ঈদের পোশাক কিনে দেবে বলে স্বামী আল আমিন স্ত্রী প্রিয়া আক্তারকে বাবার বাড়ি সাত্রাপাড়া থেকে চাটখিল বাজারে আসতে ফোন করে। সকাল ১০ টার দিকে প্রিয়া রিকশাযোগে চাটখিল বাজারে আসার পথে সিংবাহুড়া গ্রামে রাস্তায় আগে থেকে ওত পেতে থাকা আল আমিন স্ত্রী প্রিয়ার ওপর হামলা চালায়।
এ সময় আল আমিন স্ত্রীকে চুরিকাঘাত করে। একপর্যায়ে তার গলায় ছুরি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন প্রিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে প্রিয়ার বাবা ননা মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আল আমিন উপজেলার শাহপুর ইউনিয়নের সোমপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
ননা মিয়া দৈনিক আকাশকে জানান, দুই বছর আগে তার মেয়ে আঁখি আক্তার এক ছেলে রেখে মারা যায়। এ সময় আল আমিনের মা-বাবা ও আত্মীয়স্বজনের অনুরোধে ও আঁখির একমাত্র ছেলের কথা চিন্তা করে অপর মেয়ে প্রিয়াকে আল আমিনের সঙ্গে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে আল আমিন প্রিয়াকে বেদম মারধর করত।
তিনি জানান, এবারের ঈদে প্রিয়া ও তার ছেলের জন্য কোনো কেনাকাটা করা হয়নি। এ নিয়ে ঈদের দিন রাতে প্রিয়া ও আল আমিনের মধ্যে মোবাইলে বাগ্বিতণ্ডা হয়। পরে আল আমিনে ঈদের পরের দিন রোববার প্রিয়াকে কেনাকাটা করে দেবে বলে চাটখিল বাজারে আসতে বলে।
চাটখিল থানার ওসি ইমাউল হক জানান, আল আমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























