ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

চাটখিলে ঈদের বাজারের কথা বলে ডেকে নিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর চাটখিল উপজেলায় ঈদের বাজার করে দেয়ার কথা বলে বাবার বাড়ি থেকে স্ত্রী প্রিয়া আক্তারকে (২৫) ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেছে স্বামী আল আমিন। ঈদের পরের দিন রোববার উপজেলার সিংবাহুড়া গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আল আমিন পলাতক রয়েছে।

স্থানীয় জানায়, ঈদের পরের দিন রোববার ঈদের পোশাক কিনে দেবে বলে স্বামী আল আমিন স্ত্রী প্রিয়া আক্তারকে বাবার বাড়ি সাত্রাপাড়া থেকে চাটখিল বাজারে আসতে ফোন করে। সকাল ১০ টার দিকে প্রিয়া রিকশাযোগে চাটখিল বাজারে আসার পথে সিংবাহুড়া গ্রামে রাস্তায় আগে থেকে ওত পেতে থাকা আল আমিন স্ত্রী প্রিয়ার ওপর হামলা চালায়।

এ সময় আল আমিন স্ত্রীকে চুরিকাঘাত করে। একপর্যায়ে তার গলায় ছুরি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন প্রিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে প্রিয়ার বাবা ননা মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আল আমিন উপজেলার শাহপুর ইউনিয়নের সোমপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

ননা মিয়া দৈনিক আকাশকে জানান, দুই বছর আগে তার মেয়ে আঁখি আক্তার এক ছেলে রেখে মারা যায়। এ সময় আল আমিনের মা-বাবা ও আত্মীয়স্বজনের অনুরোধে ও আঁখির একমাত্র ছেলের কথা চিন্তা করে অপর মেয়ে প্রিয়াকে আল আমিনের সঙ্গে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে আল আমিন প্রিয়াকে বেদম মারধর করত।

তিনি জানান, এবারের ঈদে প্রিয়া ও তার ছেলের জন্য কোনো কেনাকাটা করা হয়নি। এ নিয়ে ঈদের দিন রাতে প্রিয়া ও আল আমিনের মধ্যে মোবাইলে বাগ্বিতণ্ডা হয়। পরে আল আমিনে ঈদের পরের দিন রোববার প্রিয়াকে কেনাকাটা করে দেবে বলে চাটখিল বাজারে আসতে বলে।

চাটখিল থানার ওসি ইমাউল হক জানান, আল আমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

চাটখিলে ঈদের বাজারের কথা বলে ডেকে নিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা

আপডেট সময় ১০:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর চাটখিল উপজেলায় ঈদের বাজার করে দেয়ার কথা বলে বাবার বাড়ি থেকে স্ত্রী প্রিয়া আক্তারকে (২৫) ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেছে স্বামী আল আমিন। ঈদের পরের দিন রোববার উপজেলার সিংবাহুড়া গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আল আমিন পলাতক রয়েছে।

স্থানীয় জানায়, ঈদের পরের দিন রোববার ঈদের পোশাক কিনে দেবে বলে স্বামী আল আমিন স্ত্রী প্রিয়া আক্তারকে বাবার বাড়ি সাত্রাপাড়া থেকে চাটখিল বাজারে আসতে ফোন করে। সকাল ১০ টার দিকে প্রিয়া রিকশাযোগে চাটখিল বাজারে আসার পথে সিংবাহুড়া গ্রামে রাস্তায় আগে থেকে ওত পেতে থাকা আল আমিন স্ত্রী প্রিয়ার ওপর হামলা চালায়।

এ সময় আল আমিন স্ত্রীকে চুরিকাঘাত করে। একপর্যায়ে তার গলায় ছুরি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন প্রিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে প্রিয়ার বাবা ননা মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আল আমিন উপজেলার শাহপুর ইউনিয়নের সোমপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

ননা মিয়া দৈনিক আকাশকে জানান, দুই বছর আগে তার মেয়ে আঁখি আক্তার এক ছেলে রেখে মারা যায়। এ সময় আল আমিনের মা-বাবা ও আত্মীয়স্বজনের অনুরোধে ও আঁখির একমাত্র ছেলের কথা চিন্তা করে অপর মেয়ে প্রিয়াকে আল আমিনের সঙ্গে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে আল আমিন প্রিয়াকে বেদম মারধর করত।

তিনি জানান, এবারের ঈদে প্রিয়া ও তার ছেলের জন্য কোনো কেনাকাটা করা হয়নি। এ নিয়ে ঈদের দিন রাতে প্রিয়া ও আল আমিনের মধ্যে মোবাইলে বাগ্বিতণ্ডা হয়। পরে আল আমিনে ঈদের পরের দিন রোববার প্রিয়াকে কেনাকাটা করে দেবে বলে চাটখিল বাজারে আসতে বলে।

চাটখিল থানার ওসি ইমাউল হক জানান, আল আমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।