অাকাশ জাতীয় ডেস্ক:
মাদারীপুরের রাজৈর উপজেলায় ঈদ আনন্দযাত্রায় জেনারেটরে বিদ্যুতায়িত হয়ে শহিদুল খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকেলে রাজৈর উপজেলার নদীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল খান শরীয়তপুরের চিতলিয়া এলাকার আলী আকবর খানের ছেলে। তিনি পেশায় এক শ্রমিক ছিলেন।
পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, ঈদ উপলক্ষে নদীতে ট্রলার নিয়ে বন্ধুদের সঙ্গে পিকনিকের আয়োজন করেন শহিদুল। ট্রলারে জেনারেটর ব্যবহার করে উচ্চ শব্দযন্ত্র নিয়ে তারা শরীয়তপুরের কীর্তিনাশা নদী হয়ে মাদারীপুরে রাজৈরে আসেন।
এ সময় জেনারেটর কারিগরি ত্রুটি দেখা দিলে শহিদুল জেনারেটর মেরামত করতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে পড়েন শহিদুল। পরে বন্ধুরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক অখিল সরকার বলেন, জেনারেটরে বিদ্যুতায়িত হয়ে পড়া এক যুবককে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
আকাশ নিউজ ডেস্ক 





















