অাকাশ জাতীয় ডেস্ক:
বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অাইজি প্রিজন্সের বক্তব্য দূরভিসন্ধিমূলক উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন: সরকার বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে দুনিয়া থেকে সরিয়ে দিতে গভীর ষড়যন্ত্র করছে। মৃত্যুর দিকে নিয়ে যেতেই তার চিকিৎসা নিয়ে অবহেলা করছে সরকার।
সোমবার বিকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন: পিজি হাসপাতালে দলবাজ চিকিৎসকদের দিয়ে সুচিকিৎসা হবে না। খালেদা জিয়া সেখানে নিরাপদ মনে করেন না বলেই পিজিতে চিকিৎসা নিতে চাচ্ছেন না।
এসময় কাল বিলম্ব না করে তার পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়ার অাহ্বান জানান রিজভী। এ সময় ১৪ জুন বৃহস্পতিবার সুচিকিৎসা অার মুক্তির দাবিতে সারাদেশে জেলায় জেলা প্রশাসন কার্যালয়ে স্মারক লিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 



















