অাকাশ জাতীয় ডেস্ক:
রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আ. মাজেদ মণ্ডলের (৫০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামারপাড়া এলাকার একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাজেদ মন্ডল জয়ন্তী হাজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত সোহরাব আলী মণ্ডলের ছেলে।
জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক বলেন, শনিবার সন্ধ্যায় মাজেদ মন্ডল বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে স্থানীয় ভবানীগঞ্জ বাজারে ইফতার করেন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সারারাত তার মোবাইলে কল দেয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।
সকালে খবর আসে মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামারপাড়া এলাকার রাস্তার পাশে খালে একটি বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। পরে ওই এলাকায় আমাদের আত্মীয়রা গিয়ে লাশটি সনাক্ত করেন। এ ব্যাপারে মাজেদ মণ্ডলের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাংশা সার্কেল সিনিয়র এসপি মো. ফজলুল করিম দৈনিক আকাশকে বলেন, গত রাতের কোনো একসময় ডিশ লাইনের তার দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি বস্তায় ভরে ওই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তাৎক্ষনিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। হত্যার কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 






















