ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

রাজবাড়ীতে ইউপি সদস্যের বস্তাবন্দি লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আ. মাজেদ মণ্ডলের (৫০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামারপাড়া এলাকার একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাজেদ মন্ডল জয়ন্তী হাজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত সোহরাব আলী মণ্ডলের ছেলে।

জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক বলেন, শনিবার সন্ধ্যায় মাজেদ মন্ডল বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে স্থানীয় ভবানীগঞ্জ বাজারে ইফতার করেন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সারারাত তার মোবাইলে কল দেয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

সকালে খবর আসে মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামারপাড়া এলাকার রাস্তার পাশে খালে একটি বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। পরে ওই এলাকায় আমাদের আত্মীয়রা গিয়ে লাশটি সনাক্ত করেন। এ ব্যাপারে মাজেদ মণ্ডলের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাংশা সার্কেল সিনিয়র এসপি মো. ফজলুল করিম দৈনিক আকাশকে বলেন, গত রাতের কোনো একসময় ডিশ লাইনের তার দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি বস্তায় ভরে ওই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তাৎক্ষনিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। হত্যার কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে ইউপি সদস্যের বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:২৩:১০ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আ. মাজেদ মণ্ডলের (৫০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামারপাড়া এলাকার একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাজেদ মন্ডল জয়ন্তী হাজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত সোহরাব আলী মণ্ডলের ছেলে।

জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক বলেন, শনিবার সন্ধ্যায় মাজেদ মন্ডল বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে স্থানীয় ভবানীগঞ্জ বাজারে ইফতার করেন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সারারাত তার মোবাইলে কল দেয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

সকালে খবর আসে মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামারপাড়া এলাকার রাস্তার পাশে খালে একটি বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। পরে ওই এলাকায় আমাদের আত্মীয়রা গিয়ে লাশটি সনাক্ত করেন। এ ব্যাপারে মাজেদ মণ্ডলের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাংশা সার্কেল সিনিয়র এসপি মো. ফজলুল করিম দৈনিক আকাশকে বলেন, গত রাতের কোনো একসময় ডিশ লাইনের তার দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি বস্তায় ভরে ওই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তাৎক্ষনিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। হত্যার কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।