অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের কর্ণাটকের এক নারী পুলিশ বুকের দুধ দিয়ে বাঁচালেন কুড়িয়ে পাওয়া এক নবজাতককে। এ ঘটনায় নারী পুলিশকে প্রশংসা করেছে তার সহকর্মীরা। দক্ষিণ ভারতের কর্ণাটকে এ ঘটনা ঘটেছে। খবর বিবিসি।
ওই নারী পুলিশ বলেন, ‘আমি এটা সহ্য করতে পারিনি। আমি অনুভব করেছি শিশুটির কান্না আমার সন্তানের মতো। এরপর আমি তাকে খাওয়াই।’
কর্তৃপক্ষ জানায়, স্থানীয় এক দোকানির কল পেয়ে ব্যাঙ্গালুরু শহরের কাছে একটি নির্মাণাধীন ভবনের কাছ থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তার নাম অর্চনা। বিবিসি হিন্দির প্রতিবেদকের বরাত দিয়ে জানায় যে, তিনি সম্প্রতি একটি ছেলে জন্ম দিয়েছিলেন এবং প্রথম দৃষ্টিতে
নবজাতককে তার মতো অনুভব করেছিলেন। তার সহকর্মীরা তার দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন, এতে তার জীবন বেঁচে গেছে। কর্তৃপক্ষ নবজাতকের নাম রেখেছে কুমারাস্বামী।
পুলিশ কর্মকর্তা নাগেম আর বলেন, শিশুটির পরিচয়ের খোঁজে নিকটবর্তী হাসপাতালে খোঁজখবর নেয়া হচ্ছে কারা এমন ঘটনা ঘটিয়েছে। পুলিশ জানায়, শিশুটিকে পুলিশ শিশুসদনে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির নামে অভিযোগ দায়ের করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























