অাকাশ স্পোর্টস ডেস্ক:
লুক রবিনসন। ১৩ বছরের বিস্ময় বালক! ইংলিশ এই স্কুল ক্রিকেটার বল হাতে বাইশ গজে অনন্য নজির গড়ল। তুলে নিল এক ওভারে ছয়টি উইকেট। প্রতিটি আবার ক্লিন বোল্ড।
১৪৯ বছরের ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ডের কোনও হিসেব নেই! ডারহ্যাম সিটিতে অনূর্ধ্ব-১৩ টুর্নামেন্টে ফিলাডেলফিয়া ক্রিকেট ক্লাবের হয়ে ইতিহাসে নাম লেখাল রবিনসন।
রবিসনের পুরো পরিবার তার এই রেকর্ডের সাক্ষী থাকল। কারণ মাঠেই ছিলেন তার বাবা ও মা। ছেলে যখন এই নজির গড়ে, তখন বোলার এন্ডে আম্পায়ারিং করছিলেন রবিনসনের বাবা স্টিফেন। আর মা হেলেন ছিলেন স্কোরার। তিনিই প্রথমই ছেলের রেকর্ডের সাক্ষী ছিলেন। শুধু কি তাই! লুকের ছোট ভাই ম্যাথু ছিল ফিল্ডার।
আর এদের দাদু ছিলেন বাউন্ডারির ধারে দর্শক।
আকাশ নিউজ ডেস্ক 



















