অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে গোলাপ আলী (২৩) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বিকালে নগরীর টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গোলাপ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ওয়াসিম আলী (২৬) নামে আরেক নির্মাণশ্রমিক আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগরীর বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ দৈনিক আকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, টিকাপাড়ার রুহুল আমিন নামের একজন ব্যক্তি বাড়ি নির্মাণ করছেন। নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গোলাপ মারা যান।
তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 
























