অাকাশ জাতীয় ডেস্ক:
নড়াইলে মাদক বিরোধী অভিযানে দায়িত্বে অবহেলার দায়ে দুই পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাদেরকে লোহাগড়া থানা থেকে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদি হাসান জানান, দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নড়াইলে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের আটকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। অথচ লোহাগড়া থানায় কর্মরত এএসআই সুজন ফকির ও ইসমাইলের ওপর দেয়া এ সংক্রান্ত দায়িত্ব অবহেলা করেন। এ জন্য তাদেরকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
তিনি জানান, ঘটনা অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























