অাকাশ জাতীয় ডেস্ক:
যশোরের শার্শায় সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলায় দক্ষিণ বুরুজবাগান গ্রামেএ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইমন হোসেন (১৮) উপজেলার সম্বন্ধকাটি গ্রামের কুতুব উদ্দিন’র ছেলে ও বিপলব হোসেন (২৬) একই গ্রামের আ: রাজ্জাকের ছেলে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও দুজন শ্রমিক।
অসুস্থরা হলেন- শার্শা উপজেলার সম্বন্ধকাটি গ্রামের সোহরাবের ছেলে অলিয়ার রহমান (২৯) ও এরশাদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৩০)।
শার্শা থানার এসআই সমির কুমার জানান, শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের একটি বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করছিলেন ইমনসহ চার শ্রমিক। এ সময় ট্যাংকে ভেতরে নামতে গিয়ে বিষ ক্রিয়ায় তারা অজ্ঞান হয়ে পড়েন।
পরে বাড়ির মালিক তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইমনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, বিপ্লব হোসেন। অসুস্থদের মধ্যে দুইজনকে স্থানীয় নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























