অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জে বজ্রপাতে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বিকালে বানিয়াচং উপজেলার গুণই হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সদর উপজেলার তেঘরিয়া গ্রামের আব্দুল করিম (৩৫)। তিনি গুণই গ্রামে ধান কাটতে শ্রমিক হিসেবে যান।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা যায়, আব্দুল করিম শনিবার অন্যান্য শ্রমিকদের সঙ্গে হাওরে ধান কাটছিলেন। বিকাল সাড়ে ৪টায় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তাকে অন্য শ্রমিকরা উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























