অাকাশ জাতীয় ডেস্ক:
আইনজীবীদের সনদ প্রদানসহ তাদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক ফল শনিবার ঘোষণা করা হবে। বাংলাদেশ বার কাউন্সিল সচিব (জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টায় বার কাউন্সিলের সভা কক্ষে বার কাউন্সিল সাধারণ নির্বাচন-২০১৮ এর ফলাফল প্রকাশ করা হবে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবেন বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ১৪ মে অনুষ্ঠিত এ নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যায়, নিরঙ্কুশ জয় পেয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেল।
অনানুষ্ঠানিক প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, নির্বাচিত ১৪টি পদের মধ্যে ১২টিতেই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে সাধারণ ক্যাটাগরিতে সাতটি সদস্য পদের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেল সমর্থিত ছয়জন নির্বাচিত হয়েছেন।
এ প্যানেল থেকে সাধারণ সদস্য পদে নির্বাচিতরা হলেন- বার কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুয়ায়ুন, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, অ্যাডভোকেট মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল।অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সমর্থিত প্যানেল থেকে সাধারণ সদস্য পদে অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















