অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
গাজা উপত্যকায় নিরস্ত্র বিক্ষোভকারীদের ইসরাইলের হত্যাকাণ্ডের ঘটনায় একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান জায়েদ রাদ আল হুসেইন। তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলের অতিরিক্ত বলপ্রয়োগেরও অভিযোগ করেছেন।-খবর আলজাজিরার।
সোমবারে ইসরাইল সীমান্তে বিক্ষোভ চলাকালে অন্তত ৬২ নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি স্নাইপাররা। জেনেভায় এক বৈঠকে জাতিসংঘ মানবাধিকার প্রধান বলেন, গাজাবাসী বিষাক্ত এক ঘুপচি বস্তিতে খাঁচাবন্দি হয়ে আছেন। কাজেই সেখানে ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটাতে হবে।
গাজা নিয়ে এক জরুরি অধিবেশনে তিনি বলেন, দুই পক্ষের হতাহতের ঘটনায় ব্যাপক বৈপরিত্যই বলে দেয় সেখানে অসম শক্তি প্রয়োগ করেছে ইসরাইল। তাছাড়া হতাহতের ঘটনা কম হওয়ার জন্য ইসরাইলের কোনো চেষ্টার প্রমাণ তেমন নেই। ইসরাইল ইচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ড চালিয়েছে।
তার মতে, এটি আন্তর্জাতিক আইন ফোর্থ জেনেভা কনভেনশনের লঙ্ঘন। যে আইনে বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিধান রয়েছে। তিনি বলেন, আইন লঙ্ঘনে দায়ীদের জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে।
তেল আবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে সোমবার বিক্ষোভে ফেটে পড়েন ফিলিস্তিনিরা। নিজেদের ভূমিতে ফিরে যাওয়ার অধিকার দাবিতে গত ৩০ মার্চ থেকে বিক্ষোভ করে আসছেন তারা। এতে ইসরাইলি স্নাইপারদের গুলিতে এখন পর্যন্ত শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























