অাকাশ জাতীয় ডেস্ক:
মাদারীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমের জের ধরে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের মা ও তার পরকীয়া প্রেমিকের বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেছে নিহতের ছেলে। স্থানীয়রা অভিযুক্তদের বিচার দাবি করে শুক্রবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার হাজরাপুর গ্রামের কামাল মুন্সির স্ত্রী নাছিমা বেগমের সঙ্গে পরকীয়া প্রেম ছিল একই গ্রামের সামসু খানের ছেলে মামুন খানের। এই সম্পর্কের কারণেই স্বামীকে না জানিয়ে মামুনকে ৫ লাখ টাকা ধার দেন নাছিমা। বিষয়টি নাছিমার স্বামী জেনে যান।
এরপর নাছিমা এবং মামুনকে বিভিন্ন সময় গালমন্দ করেন কামাল। এতেই ক্ষিপ্ত হয়ে খুনের পরিকল্পনা করে তারা। পরে ২০ এপ্রিল ঘুমের মধ্যে বালিশচাপা দিয়ে কামাল মুন্সিকে হত্যা করে তারা। এ সময় মামুনকে হত্যায় সহযোগিতা করেন কামাল মুন্সির স্ত্রী নাছিমা বেগম।
মৃত্যুর পরে তার স্ত্রী নাছিমা বেগম সন্তানদের হত্যাকাণ্ডের বিষয়টা না জানিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে প্রচার করে দাফন কাজ সম্পন্ন করেন।
পরে কামাল মুন্সির ছেলে মেহেদী হাসান তার মা নাছিমা বেগমের মোবাইল ফোন ঘাঁটাঘাঁটি করতে গিয়ে একটি কল রেকর্ড পায়। সেই কল রেকর্ডে ফাঁস হয়ে যায় হত্যাকাণ্ডের তথ্য। তবে নাছিমা বেগম বলেন, ‘মামুন বিদেশ যাওয়ার সময় ওকে ৪ লাখ টাকা এনে দিই। বিভিন্ন সময় টাকা চাইলে টাকা দেয় না। পরে আমার স্বামীকে জানাই। স্বামীকে জানালে মামুন আমাকে হুমকি দেয় মেরে ফেলার। একদিন রাতে আমাদের ঘরে ঢুকে আমার স্বামীকে হত্যা করে মামুন।
আকাশ নিউজ ডেস্ক 





















