অাকাশ জাতীয় ডেস্ক:
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের শনিবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি। চলবে সোমবার পর্যন্ত।
সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ২১ মে সোমবার বিকাল ৫টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খুলনার সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেকের ছেড়ে দেয়া বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে উপনির্বাচনে ২৬ জুন। ভোটগ্রহণের এ তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
আকাশ নিউজ ডেস্ক 






















