অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
জেরুজালেম ফিলিস্তিনিদের সম্পত্তি, তাই যুক্তরাষ্ট্র ও ইসরাইল অবশ্যই ফিলিস্তিন ছাড়তে হবে বলে মন্তব্য করেছে তুরস্ক। সোমবার জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কার্যক্রম শুরুর পর তুরস্কের ডেপুটি প্রধানমন্ত্রী ও সরকারের মুখপাত্র বেকির বজদাগ এসব কথা বলেন।
তিনি বলেন, জেরুজালেম অবশ্যই পূর্ণ স্বাধীনতা পাবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র বা ইসরাইল যেসব পদক্ষেপ নিচ্ছে তা একেবারে কিছুই না। বরং গাজায় গণহত্যার জন্য যুক্তরাষ্ট্রের উসকানিই দায়ী।
এদিকে সোমবার সকাল থেকে ফিলিস্তিনিরা গাজায় বিক্ষোভ করতে থাকলে ইসরাইলি সেনাবাহিনী নির্বিচারে তাদের ওপর গুলি চালায়। এতে এ পর্যন্ত ৪১ ফিলিস্তিনি নিহত ও প্রায় ২০০০ জন আহত হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















