অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ফতুল্লার চর কাশীপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, চর কাশীপুর এলাকার শামসু মিয়ার বাড়ির পাশের একটি ডোবা থেকে অজ্ঞাত নারীর লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি এবং শরীরেও কোনো আঘাতের দাগ নেই।
শাড়ি পরিহিত ওই নারীর গলায় পুতির মালা ছিল। ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। পরিচয় জানার চেষ্টা চলছে বলে তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 























