অাকাশ জাতীয় ডেস্ক:
পাবনার সাঁথিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছেলের সামনে বাবা ওয়াজেদ আলীর (৫০) মৃত্যু হয়েছে। এ সময় ছেলেসহ দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, খয়েরবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে বিদ্যুতের তার টেনে পাশের পুকুরের মধ্যে দিয়ে মসজিদে বিদ্যুতের লাইন নেয়া হয়। শুক্রবার সকালে ওই পুকুরে ওয়াজেদ আলী ও তার দুই ছেলে মাছ ধরতে গেলে বিদ্যুতায়িত হয়ে তিনজনই আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে তিনজনকে সাঁথিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়াজেদ আলীকে মৃত ঘোষণা করেন। দুই ছেলে রবিউল ও মকবুল হোসেন মকু ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন মোল্লা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াজেদ আলীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























