অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত কাশ্মীরি তরুণদের হুশিয়ারি দিয়ে বলেছেন, আজাদির (স্বাধীনতার) স্বপ্ন কখনো পূরণ হবে না।
গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল রাওয়াত ইঙ্গিত দিয়েছেন, কাশ্মীরে সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ অব্যাহত থাকবে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তারা কখনো জয়ী হবে না।
বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে তার এ বক্তব্য প্রকাশ করা হয়েছে। সেখানে জেনারেল রাওয়াত বলেছেন, কিছু মানুষ ‘আজাদি’র নাম করে তরুণদের প্রতারিত করছেন।
কাশ্মীরি তরুণদের অস্ত্র তুলে নেয়া প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, ‘বন্দুক হাতে তুলে নেয়া নিরীহ যুবকদের আজাদির নামে যারা মিথ্যা স্বপ্ন দেখাচ্ছেন তাদের বলতে চাই- এই রাস্তায় কিছুই পাওয়া যাবে না। আমি তরুণদের বলতে চাই এ ধরনের লোকজন আপনাদের উসকানি দিচ্ছে। কাশ্মীরি তরুণদের বলছি, ‘আজাদি’ সম্ভব নয়, এটা হওয়ার নয়। অন্যদের উসকানিতে ভুল পথে যাবেন না।’
আকাশ নিউজ ডেস্ক 






















