অাকাশ জাতীয় ডেস্ক:
মাদারীপুরের কালকিনিতে ফয়সাল মাহমুদ রনি নামে এক দারোগার ছেলের মুখ থেঁতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার এনায়েতনগর এলাকার বোর্ড স্কুলসংলগ্ন একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ফয়সাল মাহমুদ রনি (৪০) পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মতিউর রহমান মতি হাওলাদারের ছেলে। নিহতের ভাই শামীম দৈনিক আকাশকে বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে, তাদের সঠিক বিচার চাই।
কালকিনি থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছি। তাকে পিটিয়ে ও মুখ থেঁতলে হত্যা করা হয়েছে। মাদক সেবনের বিষয় নিয়ে তাকে রাতের আঁধারে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কালকিনি থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















