ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

১২ ঘণ্টা পর বারডেমে বিদ্যুৎ এল

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর শাহবাগের ব্যস্ততম চিকিৎসাকেন্দ্র বারডেম হাসপাতাল ও ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে ১২ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

আজ সোমবার বেলা তিনটার দিকে সেখানে বিদ্যুৎ আসার খবর জানা যায়। এর আগে আজ ভোর তিনটার দিকে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ লাইন কাটা পড়ে।

এতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। জেনারেটর দিয়ে কার্যক্রম পরিচালিত হলেও অপারেশন থিয়েটার ও জরুরি রোগী সেবায় বিপাকে পড়ে হাসপাতালটি।

বারডেম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহীদুল হক দৈনিক আকাশকে জানান, রাত তিনটার দিকে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এরপর হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। আইসিইউ ও অপারেশন থিয়েটারে দুটি জেনারেটর দিয়ে কোনোভাবে কাজ চালাতে হয়েছে। ৫টি লিফটের মধ্যে সচল ছিল তিনটি।’

বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার কারণ হিসেবে পরিচালক বলেন, ‘শুনেছি মেইন লাইনে কাজ করার সময় আমাদের হাসপাতালের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়।’

বেলা তিনটায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার তথ্য নিশ্চিত করে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহীদুল হক বলেন, ‘কিছুক্ষণ আগে (বেলা তিনটা) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) থেকে জানানো হয়েছে বিকল্প লাইনের ব্যবস্থা করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। তবে এখনো মেইন লাইনের কাজ চলছে।’

বারডেমে সাময়িকভাবে লাইন দেয়া হয়েছে বলে জানান ডিপিডিসি কাকরাইল জোনের লাইন অপারেটর আবুল কাশেম। তিনি বলেন, ‘ওই লাইনের কেবল তারের সমস্যার জন্য এই অসুবিধা দেখা দিয়েছে। ঘটনার পর থেকেই আমাদের লোকেরা সেখানে বিকল্প সংযোগ দিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার ব্যবস্থা করছিল। বেলা তিনটার দিকে সেটা সম্ভব হয়েছে। এই লাইনটা সাময়িকভাবে দেওয়া হয়েছে। তবে প্রধান লাইনের কাজ চলছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

১২ ঘণ্টা পর বারডেমে বিদ্যুৎ এল

আপডেট সময় ০৪:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর শাহবাগের ব্যস্ততম চিকিৎসাকেন্দ্র বারডেম হাসপাতাল ও ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে ১২ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

আজ সোমবার বেলা তিনটার দিকে সেখানে বিদ্যুৎ আসার খবর জানা যায়। এর আগে আজ ভোর তিনটার দিকে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ লাইন কাটা পড়ে।

এতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। জেনারেটর দিয়ে কার্যক্রম পরিচালিত হলেও অপারেশন থিয়েটার ও জরুরি রোগী সেবায় বিপাকে পড়ে হাসপাতালটি।

বারডেম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহীদুল হক দৈনিক আকাশকে জানান, রাত তিনটার দিকে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এরপর হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। আইসিইউ ও অপারেশন থিয়েটারে দুটি জেনারেটর দিয়ে কোনোভাবে কাজ চালাতে হয়েছে। ৫টি লিফটের মধ্যে সচল ছিল তিনটি।’

বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার কারণ হিসেবে পরিচালক বলেন, ‘শুনেছি মেইন লাইনে কাজ করার সময় আমাদের হাসপাতালের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়।’

বেলা তিনটায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার তথ্য নিশ্চিত করে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহীদুল হক বলেন, ‘কিছুক্ষণ আগে (বেলা তিনটা) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) থেকে জানানো হয়েছে বিকল্প লাইনের ব্যবস্থা করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। তবে এখনো মেইন লাইনের কাজ চলছে।’

বারডেমে সাময়িকভাবে লাইন দেয়া হয়েছে বলে জানান ডিপিডিসি কাকরাইল জোনের লাইন অপারেটর আবুল কাশেম। তিনি বলেন, ‘ওই লাইনের কেবল তারের সমস্যার জন্য এই অসুবিধা দেখা দিয়েছে। ঘটনার পর থেকেই আমাদের লোকেরা সেখানে বিকল্প সংযোগ দিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার ব্যবস্থা করছিল। বেলা তিনটার দিকে সেটা সম্ভব হয়েছে। এই লাইনটা সাময়িকভাবে দেওয়া হয়েছে। তবে প্রধান লাইনের কাজ চলছে।’