অাকাশ জাতীয় ডেস্ক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৫৫) নিহত হয়েছেন। সোমবার পুলিশ অজ্ঞাত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার মুচিবাড়ি এলাকায় জগন্নাথপুর বাসস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার মুচিবাড়ি এলাকায় জগন্নাথপুর বাসস্টেশন থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়া বাস সিলেট-জ-১১-০৭৫২ অজ্ঞাতনামা ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জগন্নাথপুর থানা ওসি হারুনুর রশীদ চৌধুরীর জানান, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























