অাকাশ জাতীয় ডেস্ক:
নাটোরের সিংড়া উপজেলার জামতলী এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকর্তৃক বৃক্ষরোপনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত একটি বাগানের আটটি ইউক্যালিপটাস ও নাটোর-বগুড়া মহাসড়কের বাঁশের সেতু এলাকা থেকে সরকারি সামাজিক বনায়ন কর্মসূচির আরো ছয়টি গাছ কেটে নেয়া হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিংড়া পৌরসভার আ’লীগ সমর্থিত ২নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান এই গাছগুলো কেটে নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।
এবিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিত অভিযোগ করেছেন বৃক্ষরোপনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ওই বাগানের মালিক আব্দুল বারী ডাবলু।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৪ সালে বৃক্ষরোপনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি আব্দুল বারী ডাবলু উপজেলার জামতলী এলাকায় মৌজাগাড়ীর আট একর ভূমিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করে পরিচর্যা করে আসছেন। রবিবার সকালে হঠাৎ সিংড়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান নেতৃত্বে ওই বাগানের আটটি ইউক্যালিপটাস গাছ জোর করে কেটে নেয় হয়। পরে নাটোর-বগুড়া মহাসড়কের বাঁশের সেতু এলাকা থেকে সরকারি সামাজিক বনায়ন কর্মসূচির আরো ছয়টি গাছ কেটে নসিমনে উঠিয়ে নিয়ে যান কাউন্সিলের লোকজন। এসময় গাছ কাটতে নিষেধ করায় সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগী সদস্য মো. আয়চান আলীকে দেয়া হয়েছে হুমকি।
অভিযোগকারী আব্দুল বারী ডাবলু বলেন, গাছ কাটতে নিষেধ করায় তাকেও হুমকি দেয়া হয়েছে। আর কাউন্সিলর মিজানুর রহমান অনেক ক্ষমতাধর বলে জানান তিনি।
অভিযুক্ত কাউন্সির মিজানুর রহমান বলেন, একটি বাঁধ রক্ষার জন্য গাছগুলো কেটে নেয়া হয়েছে। আর পরে গাছগুলো ব্যক্তি মালিকানাধীন জানতে পেরে আমি গাছের মালিকের কাছে ক্ষমাও চেয়েছি। তারপরও এজন্য আমি ক্ষতিপূরণ দিতে প্রস্তুত রয়েছি।
সিংড়া উপজেলা বন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, তার অধীনে জামতলী-বাঁশের সেতু এলাকার সামাজিক বনায়ন কর্মসূচির ছয়টি গাছ কেটে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল আলম বলেন, পৌর কাউন্সিলর মিজানুর রহমানের বিরুদ্ধে গাছকাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 





















