অাকাশ জাতীয় ডেস্ক:
দিনাজপুরের খানসামায় একটি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসির ফলাফল শূন্য হয়েছে। প্রতিষ্ঠানটি হলো গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়। ওই প্রতিষ্ঠানের দু’জন শিক্ষার্থী মানবিক শাখা হতে ২০১৭-১৮ শিক্ষা বর্ষে এসএসসি পরীক্ষা দিয়ে দু’জনই অকৃতকার্য হয়েছে।
এ ব্যাপারে নলবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজমল হক জানান, শিক্ষাবোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে।
আকাশ নিউজ ডেস্ক 






















