ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কোহলিদের হারিয়ে আবার শীর্ষে ধোনিরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আবারও পয়েন্ট তালিকার এক নম্বরে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস৷ শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৬ উইকেটে হারায় ধোনির দল৷ বিরাটদের বিরুদ্ধে ১২৭ রান তাড়া করে দ্রুত চার উইকেট হারালেও জিততে বেগ পেতে হয়নি ধোনিদের৷ ১০ ম্যাচে চেন্নাইয়ের পয়েন্ট ১৪৷

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়ে বিরাটদের ১২৭ রানে বেঁধে রাখে চেন্নাই সুপার কিংস৷ স্পিনারদের সামনে অসহায় হয়ে পড়েন বিরাটরা৷ চার ওভারে তিন উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা৷ ১১টি ডট বল করেন জাদেজা৷ তাঁর দুর্দান্ত বোলিংয়ের সুবাদেই চেন্নাই এদিন ব্যাঙ্গালোরকে অল্প রানে বেঁধে ফেলে৷

১২৭ রান তাড়া করতে নেমে সুপার কিংস ৮০ রানে চার উইকেট হারানোয় সাময়িক চাপ সৃষ্টি হয়েছিল চেন্নাই শিবিরে৷ কিন্তু ‘ক্যাপ্টেন কুল’ধোনির তিন ছক্কায় সেই চাপ গ্যালারিতে পাঠিয়ে দুই ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়৷ ২৩ বলে ৩১ রানে অপরাজিত থাকেন ধোনি৷ আর ১৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন ব্র্যাভো৷ এর আগেয় অম্বাতি রায়ডু ৩২ এবং সুরেশ রায়না ২৫ রান করেন৷

এর আগে প্রথম ব্যাটিং করে চূড়ান্ত ব্যর্থ কোহলির ব্যাটিং লাইন আপ৷ জাদেজার প্রথম ওভারের সাধারণ একটি ডেলিভারিতে বোল্ড হন কোহলি৷ ডাগ-আউটে ফেরেন মাত্র ৮ রানে৷ কোহলির পাশাপাশি ম্যাকালাম- ডি’ভিলিয়ার্সরা চূড়ান্ত ব্যর্থ৷ দুই ম্যাচ পরে দলে ফিরে মাত্র ১ রান করে হরভজনের বলে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন এবিডি৷ ম্যাকালাম আউট হন ৫ রানে৷ রয়্যালসের হয়ে এদিন একমাত্র রান পান পার্থিব প্যাটেল৷ মনন ভোরার পরিবর্ত দলে ঢুকে অধিনায়কের আস্থার মর্যাদা দেন বাঁ-হাতি উইকেটকিপার-ব্যাটসম্যান৷ ৫টি বাউন্ডারি ও ২টি ছয়ের সাহায্যে ৪১ বলে ৫৩ রানের ইনিংস খেলেন পার্থিব৷

জাদেজা ছাড়া হরভজন সিংও দারুণ বোলিং করেন৷ ২২ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন ভাজ্জি৷ অভিষেক ম্যাচে বল হাতে নজর কাড়লেন ব্রিটিশ পেসার ডেভিড উইলি৷ ২৪ রান খরচ করে একটি উইকেট তুলে নিয়েছেন বাঁ-হাতি এই বোলার৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোহলিদের হারিয়ে আবার শীর্ষে ধোনিরা

আপডেট সময় ০৮:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

আবারও পয়েন্ট তালিকার এক নম্বরে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস৷ শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৬ উইকেটে হারায় ধোনির দল৷ বিরাটদের বিরুদ্ধে ১২৭ রান তাড়া করে দ্রুত চার উইকেট হারালেও জিততে বেগ পেতে হয়নি ধোনিদের৷ ১০ ম্যাচে চেন্নাইয়ের পয়েন্ট ১৪৷

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়ে বিরাটদের ১২৭ রানে বেঁধে রাখে চেন্নাই সুপার কিংস৷ স্পিনারদের সামনে অসহায় হয়ে পড়েন বিরাটরা৷ চার ওভারে তিন উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা৷ ১১টি ডট বল করেন জাদেজা৷ তাঁর দুর্দান্ত বোলিংয়ের সুবাদেই চেন্নাই এদিন ব্যাঙ্গালোরকে অল্প রানে বেঁধে ফেলে৷

১২৭ রান তাড়া করতে নেমে সুপার কিংস ৮০ রানে চার উইকেট হারানোয় সাময়িক চাপ সৃষ্টি হয়েছিল চেন্নাই শিবিরে৷ কিন্তু ‘ক্যাপ্টেন কুল’ধোনির তিন ছক্কায় সেই চাপ গ্যালারিতে পাঠিয়ে দুই ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়৷ ২৩ বলে ৩১ রানে অপরাজিত থাকেন ধোনি৷ আর ১৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন ব্র্যাভো৷ এর আগেয় অম্বাতি রায়ডু ৩২ এবং সুরেশ রায়না ২৫ রান করেন৷

এর আগে প্রথম ব্যাটিং করে চূড়ান্ত ব্যর্থ কোহলির ব্যাটিং লাইন আপ৷ জাদেজার প্রথম ওভারের সাধারণ একটি ডেলিভারিতে বোল্ড হন কোহলি৷ ডাগ-আউটে ফেরেন মাত্র ৮ রানে৷ কোহলির পাশাপাশি ম্যাকালাম- ডি’ভিলিয়ার্সরা চূড়ান্ত ব্যর্থ৷ দুই ম্যাচ পরে দলে ফিরে মাত্র ১ রান করে হরভজনের বলে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন এবিডি৷ ম্যাকালাম আউট হন ৫ রানে৷ রয়্যালসের হয়ে এদিন একমাত্র রান পান পার্থিব প্যাটেল৷ মনন ভোরার পরিবর্ত দলে ঢুকে অধিনায়কের আস্থার মর্যাদা দেন বাঁ-হাতি উইকেটকিপার-ব্যাটসম্যান৷ ৫টি বাউন্ডারি ও ২টি ছয়ের সাহায্যে ৪১ বলে ৫৩ রানের ইনিংস খেলেন পার্থিব৷

জাদেজা ছাড়া হরভজন সিংও দারুণ বোলিং করেন৷ ২২ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন ভাজ্জি৷ অভিষেক ম্যাচে বল হাতে নজর কাড়লেন ব্রিটিশ পেসার ডেভিড উইলি৷ ২৪ রান খরচ করে একটি উইকেট তুলে নিয়েছেন বাঁ-হাতি এই বোলার৷